আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইজমির নগরীর একটি আদালতে গাড়ি বোমা ও বন্দুক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুই হামলাকারী, একজন পুলিশ ও একজন আদালত কর্মী নিহত হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
জানা গেছে, হামলাকারীরা একটি গাড়ি নিয়ে আদালত প্রাঙ্গণের প্রবেশ পথে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। এরপর তারা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েজনের অবস্থা গুরুতর। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির কর্মকর্তারা এই ঘটনার জন্য কুর্দি জঙ্গিদের দায়ী করছেন।
সম্প্রতি তুরস্কের বেশ কয়েকটি বড় নগরীতে হামলা চালানো হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি মিলিশিয়ার এ হামলাগুলো চালিয়েছে।-কালের কণ্ঠ
০৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/টি,জে