শনিবার, ০৭ জানুয়ারী, ২০১৭, ০১:৩৭:১৬

ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত, রাশিয়াকে ঠেকাতে শত শত ট্যাংক নামাচ্ছে আমেরিকা!

ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত, রাশিয়াকে ঠেকাতে শত শত ট্যাংক নামাচ্ছে আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির একটি বন্দরে মার্কিন শত শত ট্যাংক, ট্রাকসহ সামরিক সরঞ্জাম পৌঁছেছে। রুশ সীমান্তের কাছে ন্যাটো অবস্থান জোরদারের অংশ হিসেবে এগুলোকে পূর্ব ইউরোপে মোতায়েন করা হবে।

জার্মান সংবাদপত্র ডিউটশ্যে ওয়েল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে মার্কিন সামরিক মালবাহী একটি জাহাজ বুধবার জার্মানির ব্রিমারহ্যাভেন বন্দরে পৌঁছেছে। শুক্রবার থেকে জাহাজের মাল নামানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া, রোববারের মধ্যে একই বন্দরে আরো দুটি মালবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।

ভারি ভারি মাল সড়ক এবং রেলপথে পোল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে দৈনিকটি জানিয়েছে। পূর্ব ইউরোপে এ সব ট্যাংক ও সামরিক যান মোতায়েন করা হবে বলে বার্তা সংস্থার রয়টারের খবরে বলা হয়েছে।

এ ছাড়া, পোল্যান্ড, বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলো, বুলগেরিয়া ও রোমানিয়ায় মোতায়েন করা হবে চার হাজার মার্কিন সেনা। পর্যায়ক্রমে এ সব সেনা সেখানে অবস্থান করবে।

এদিকে, চলতি মাসের শেষ দিকে পোল্যান্ডে সেনা মোতায়েন সংক্রান্ত মহড়া চালাবে ন্যাটো। রাশিয়ার আগ্রাসী আচরণের মুখে ইউরোপীয় মিত্রদের উদ্বেগ হ্রাস করতে এ মহড়া আয়োজনের দাবি করেছে ন্যাটো। সূত্র : ওয়েবসাইট
 ০৭ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে