শনিবার, ০৭ জানুয়ারী, ২০১৭, ০৯:৪৪:০৩

’মোদীর চুল কেটে ন্যাড়া করে দিতে পারলেই মিলবে ২৫ লক্ষ’

’মোদীর চুল কেটে ন্যাড়া করে দিতে পারলেই মিলবে ২৫ লক্ষ’

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাঁড়ি এবং মাথা ন্যাড়া করে দিতে হবে। আর তা করতে পারলেই মিলবে ২৫ লক্ষ টাকা। এমনটাই ফতোয়া দিলেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা রহমান বরকতি। আর তাঁর এই মন্তব্যকে পাশে বসে থেকে সমর্থন জানালেন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি। ইতিমধ্যে তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। কীভাবে প্রধানমন্ত্রী সম্পর্কে এহেন মন্তব্য করতে পারেন তৃণমূল ঘনিষ্ঠ বরকতি সাহেব, তা নিয়ে প্রশ্ন রাজনৈতিকমহলের।

যদিও তাঁর এহেন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘ওঁর কথার প্রতিক্রিয়া দিতে রুচিতে বাধে। আর এমন ফতোয়া জারি হলে তৃণমূলের সাংসদ, মন্ত্রীরা পাশে বসে হাততালি দেবেন সেটাই স্বাভাবিক। বরং তাঁরা এর প্রতিবাদ করলে সেটাই অস্বাভাবিক ঘটনা হত।’ শুধু তাই নয় তিনি আরও বলেন, এখনও পর্যন্ত ঠিক মতো বাংলা বলতে পারেন না তিনি। আর ধর্ম নিয়ে রাজনীতি করে যাচ্ছেন।

আজ মাইনোরিটি ফোরামের একটি অনুষ্ঠানে যান বরকোটিসাহেব। সেখানে তিনি বলেন, নোট বাতিল করে সাধারন মানুষের ক্ষতি করেছেন মোদী। পাপ করেছেন। না থেমে ইমাম সাহেব ফতোয়া জারি করে বলে যে, মোদীকে শাস্তি দিতে হবে। চুল-দাঁড়ি কেটে ন্যাড়া করে দিতে হবে মোদীকে। আর তা করতে পারলেই মিলবে ২৫ লক্ষ টাকা। একই সঙ্গে তাঁর দাবি, আগামিদিনে নাকি প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চায় দেশের মানুষ।-কলকাতা২৪
০৭ জানুয়ারী,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে