বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৪:১৬:৪৯

‘রুশ বিমান হামলায় ধ্বংস আইএসের অধিকাংশ যুদ্ধাস্ত্র’

‘রুশ বিমান হামলায় ধ্বংস আইএসের অধিকাংশ যুদ্ধাস্ত্র’

আন্তর্জাতিক ডেস্ক : ফের সিরিয়ায় আইএস-এর উপর বিমান হামলা চালিয়েছ রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ দাবি করছেন, এই বিমান হামলায় আইএসের অধিকাংশ যুদ্ধাস্ত্র, ভারী সাঁজোয়া যান ও যুদ্ধের অন্যান্য সামগ্রী ধ্বংস হয়েছে।
 
মঙ্গলবার তিনি মস্কোয় বলেন, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় আইএসের ৮৬টি ঘাঁটিতে ৮৮ দফা বিমান হামলা চালানো হয়েছে৷ গত ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় রুশ বিমান হামলা শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এত বেশি হামলা চালাল মস্কো৷

কোনাশেঙ্কভ আরও বলেন, সিরিয়ার রাকা, হামা, ইদলিব, লাতাকিয়া ও আলেপ্পো প্রদেশে আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে৷
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে