বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ১০:৫৯:২২

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত! রাশিয়াকে ঠেকাতে ট্যাংকের পর এবার অস্ত্রে সুসজ্জিত সেনা পাঠাচ্ছে আমেরিকা

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত! রাশিয়াকে ঠেকাতে ট্যাংকের পর এবার অস্ত্রে সুসজ্জিত সেনা পাঠাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ রাশিয়ার সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটছে আমেরিকা। আর সেই লক্ষ্যেই ন্যাটোয় যুক্ত থাকা ইউরোপীয় দেশগুলোতে সামরিক মহড়া বাড়ানোর পরিকল্পনা করছে মার্কিন সেনাবাহিনী। সম্প্রতি ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর উপপ্রধান এবং মার্কিন বিমান বাহিনীর ল্যাফটেন্যান্ট জেনারেল টিম রে এমনটাই জানিয়েছেন। ইতিমধ্যে  জার্মানির একটি বন্দরে কয়েকশ মার্কিন ট্যাংক, সামরিক ট্রাকসহ যুদ্ধ সরঞ্জাম নামছে।  ল্যাফটেন্যান্ট জেনারেল জানিয়েছেন, রাশিয়ার যে কোনও ধরণের মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাশিয়ার সীমান্তের নিকটবর্তী দেশগুলিতে ন্যাটোর এই সুবিশাল সামরিক মহড়ায় প্রায় চার হাজার মার্কিন সেনা অংশ গ্রহণ করবে। পাশাপাশি, এই সমস্ত মহড়ায় ২৮ হাজারের বেশি মার্কিন সরঞ্জাম ব্যবহৃত হবে। জার্মানির বন্দরে ইতিমধ্যে সুবিশাল এই সামরিক সরঞ্জাম পৌঁছে গিয়েছে। সেখান থেকে বিভিন্ন মহড়ায় এই সরঞ্জাম পৌঁছে যাবে। টিম রে দাবি করেন, তার ভাষায়, রুশ আগ্রাসন ঠেকানোর অংশ হিসেবে এই সব মহড়া হবে।  পাশাপাশি আমেরিকার বন্ধুদের ভূখণ্ড এবং নিরাপত্তা নিশ্চিত করা। এবং ইউরোপকে মুক্ত, স্বাধীন এবং সমৃদ্ধ রাখার লক্ষ্যও এই সব মহড়ার রয়েছে।

অন্যদিকে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর এই মহড়াকে মোটেই ভালো চোখে দেখছে না রাশিয়া। তাঁদের পালটা হুঁশিয়ারি, এভাবে সীমান্ত ঘেঁষে মহড়া চালানো হলে পালটা ব্যবস্থা নেবে রাশিয়াও। এমনকি, সীমান্তে অত্যাধুনিক সমরাস্ত্রও মোতায়েনের হুঁশিয়ারি পুতিনের দেশের। সামরিক পর্যবেক্ষকদের মত, আমেরিকার এই সিদ্ধান্ত সত্যিই যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে রাশিয়াকে।

জার্মানির একটি বন্দরে মার্কিন শত শত ট্যাংক, ট্রাকসহ সামরিক সরঞ্জাম পৌঁছেছে। রুশ সীমান্তের কাছে ন্যাটো অবস্থান জোরদারের অংশ হিসেবে এগুলোকে পূর্ব ইউরোপে মোতায়েন করা হবে।

জার্মান সংবাদপত্র ডিউটশ্যে ওয়েল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে মার্কিন সামরিক মালবাহী একটি জাহাজ বুধবার জার্মানির ব্রিমারহ্যাভেন বন্দরে পৌঁছেছে। শুক্রবার থেকে জাহাজের মাল নামানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া, রোববারের মধ্যে একই বন্দরে আরো দুটি মালবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।

ভারি ভারি মাল সড়ক এবং রেলপথে পোল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে দৈনিকটি জানিয়েছে। পূর্ব ইউরোপে এ সব ট্যাংক ও সামরিক যান মোতায়েন করা হবে বলে বার্তা সংস্থার রয়টারের খবরে বলা হয়েছে।

 

<div id="stcpDiv" absolute;="" top:="" -1999px;="" left:="" -1988px;"="">

 

জার্মানির একটি বন্দরে মার্কিন শত শত ট্যাংক, ট্রাকসহ সামরিক সরঞ্জাম পৌঁছেছে। রুশ সীমান্তের কাছে ন্যাটো অবস্থান জোরদারের অংশ হিসেবে এগুলোকে পূর্ব ইউরোপে মোতায়েন করা হবে।

জার্মান সংবাদপত্র ডিউটশ্যে ওয়েল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে মার্কিন সামরিক মালবাহী একটি জাহাজ বুধবার জার্মানির ব্রিমারহ্যাভেন বন্দরে পৌঁছেছে। শুক্রবার


থেকে জাহাজের মাল নামানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া, রোববারের মধ্যে একই বন্দরে আরো দুটি মালবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।

ভারি ভারি মাল সড়ক এবং রেলপথে পোল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে দৈনিকটি জানিয়েছে। পূর্ব ইউরোপে এ সব ট্যাংক ও সামরিক যান মোতায়েন করা হবে বলে বার্তা সংস্থার রয়টারের খবরে বলা হয়েছে।

- See more at: http://bn.mtnews24.com/antorjatik/138381/ভয়াবহ-যুদ্ধের-ইঙ্গিত-রাশিয়াকে-ঠেকাতে-শত-শত-ট্যাংক-নামাচ্ছে-আমেরিকা-#sthash.ujvmiIwI.dpuf

১১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে