বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ০১:৫৩:০৩

আফগানিস্তানে বোমা হামলায় আরব আমিরাতের ৫ কূটনীতিক নিহত

আফগানিস্তানে বোমা হামলায় আরব আমিরাতের ৫ কূটনীতিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহারে এক বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাঁচ কূটনীতিকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের ওই হামলায় আমিরাতের রাষ্ট্রদূত জুমা আল-কাবিসহ ১৭ জন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আরব আমিরাতের স্থানীয় সংবাদমাধ্যম এমিরাতি জানিয়েছে, বুধবার দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আমিরাত কর্তৃপক্ষ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাখতুম, ইউএই-র প্রধানমন্ত্রী ও ভাইস-প্রেসিডেন্ট টুইটারে জানিয়েছেন, ‘এই বোমা হামলা ও হত্যাকাণ্ডের মানবিক, নৈতিক বা ধর্মীয় বৈধতা থাকতে পারে না।’

ইউএই দূতাবাসে অনুষ্ঠিত জ্যেষ্ঠ কর্মকর্তা ও কূটনীতিকদের এক বৈঠক চলাকালে ওই বোমা হামলা চালানো হয়।

তালেবান ওই হামলা চালায়নি বলে দাবি করেছে। তারা জানায়, ‘অভ্যন্তরীণ স্থানীয় শত্রুতার জের ধরে ওই হামলা চালানো হয়।’  

এদিকে, রাজধানী কাবুলে মঙ্গলবার জোড়া বোমা হামলায় নিহতের হন ৩০ জন। ওই হামলায় আহত হন অন্তত ৮০ জন। জোড়া বোমা হামলাএ প্রথমটি ছিল একটি আত্মঘাতী হামলা; অপরটি গাড়িবোমা হামলা। একই দিনে হেলমান্দ প্রদেশে বোমা হামলায় নিহত হন আরও সাতজন।-আল-জাজিরা।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে