বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ০৪:৩৯:৫৬

ধর্মে অবদান রাখার জন্য সম্মানিত হলেন সৌদি বাদশাহ

ধর্মে অবদান রাখার জন্য সম্মানিত হলেন সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সৌদি আরবের বাদশাহ সালমানকে সম্মানিত করা হয়েছে। মঙ্গলবার এর স্বীকৃতিস্বরূপ তাকে ২০১৭ সালের বাদশাহ ফয়সাল ইন্টারন্যাশনাল পুরস্কার জয়ী হিসেবে ঘোষণা করা হয়। খবর সৌদি গেজেটের।  

মক্কার আমির এবং বাদশা ফয়সাল ফাউন্ডেশনের পরিচালক ও চেয়ারম্যান প্রিন্স খালেদ আল-ফয়সাল এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এ বছর ইসলামিক শিক্ষায় অবদান রাখার জন্য পুরস্কার পেয়েছেন লেবাননের অধ্যাপক রিদওয়ান আল-সাইয়্যিদ, আরবি ভাষা ও সাহিত্যে অবদানের জন্য জর্ডানের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমি, মেডিসিনে জাপানের অধ্যাপক তাদামিৎসু কিশিমোতো, বিজ্ঞানে যৌথভাবে পুরস্কার জিতেছেন নেদারল্যান্ডের অধ্যাপক লরেন্স মোলেনক্যাম্প ও সুইজারল্যান্ডের অধ্যাপক ড্যানিয়েল লস।

১০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে