আন্তর্জাতিক ডেস্ক: সংঘাতের রাস্তায় চিন-তাইওয়ান! তাইপের জলসীমায় ঢুকে পড়ল চিনা এয়ারক্রাফট লিয়াওনিং। শুধু এই এয়ারক্রাফটই নয়, রয়েছে কয়েকটি যুদ্ধ জাহাজও। এই ছবি রেডারে ধরা পড়তেই তাইওয়ানের তরফে পালটা প্রস্তুতি। দেশের ভূখণ্ড রক্ষা করতে পাঠানো হল পালটা যুদ্ধ জাহাজও।
ফলে দুইপক্ষের যুদ্ধ জাহাজ ঘিরে রীতিমত একটা টেনশন তৈরি হয়েছে বলে মেনে নিচ্ছেন সামরিক পর্যবেক্ষকরা। যদিও, চিনের তরফে বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেজিং প্রশাসন দায়বদ্ধ। তবে চিনের কথায় চিঁড়ে যে ভিজবে না, তা বুঝিয়ে দিয়েছে তাইপে। তাই চিনা রণতরীকে ইতিমধ্যে ফাইটার জেট, যুদ্ধ বিমানে ঘিরে ফেলেছে তাইওয়ান সেনাবাহিনী।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চিনা লিয়াওনিং রণতরী দক্ষিণ চিন সাগরে রুটিন মহড়া সেরে ফেরার সময় তাইওয়ানের জলসীমায় ঢুকে পড়ে। শুধু তাই নয়, তাইওয়ানের দক্ষিণ-পূর্বে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনেও (এডিআইজেড) ঢুকে পড়ে চিনা রণতরী। আর একটুও দেরি না করে তাইওয়ান প্রশাসন তড়িঘড়ি সামরিক সাজ-সরঞ্জাম প্রস্তুত করে ফেলে। পাঠানো হয় যুদ্ধবিমান ও রণতরী।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র চেন চুং চি বলেছেন, চিন ও তাইওয়ানের মধ্যে যে জলসীমা রয়েছে, সেখানে চিনা রণতরী ঢুকে পড়েছে। আর এই চিনা যুদ্ধজাহাজের প্রতি মুহূর্তের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। আর তা করতে ইতিমধ্যে তাইওয়ান রণতরী ও যুদ্ধবিমান পাঠানো হয়েছে। কোনও রকম বেগতিক দেখলেও হামলা অর্ডার তাইপে প্রশাসনের। ফলে এই অবস্থায় যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা করছেন অনেক সামরিক পর্যবেক্ষকরাই।-কলকাতা২৪
১২ জানুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ