বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ১০:২২:১০

মিনা ট্র্যাজেডি, নিহত ১৬২১

মিনা ট্র্যাজেডি, নিহত ১৬২১

আন্তর্জাতিক ডেস্ক : মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বুধবার পর্যন্ত ১৬২১ জনে পৌঁছেছে। এখনো শত শত হাজি নিখোঁজ রয়েছেন।

ফলে মিনার এ ট্র্যাজেডি হজের ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনায় পরিণত হয়েছে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সর্বশেষ এই সংখ্যা প্রকাশ করেছে।

সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে যে সংখ্যা প্রকাশ করেছে নিহতের এই সংখ্যা তার দ্বিগুণেরও বেশি।

সৌদি আরবের সর্বশেষ তথ্য অনুসারে ২৪ সেপ্টেম্বরের ওই ঘটনায় ৭৬৯ হাজি নিহত এবং ৯৩৪ জন আহত হয়েছেন।

তবে ২৬ সেপ্টেম্বরের পর থেকে সৌদি কর্তৃপক্ষ আর কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি।

এপি জানায়, এবার হজে ১৮০টির বেশি দেশের লোক অংশ নিয়েছে। তার মধ্যে ১৯টি দেশের সরকারি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থাটি এ সংখ্যা প্রকাশ করেছে।

সর্বশেষ তথ্য অনুসারে মিনায় সবচেয়ে বেশি হাজি মারা গেছেন ইরানের-৪৬৫ জন। এছাড়া মিশরের ১৮২, নাইজেরিয়ার ১৬৮, ইন্দোনেশিয়ার ১২৬, ভারতের ১১৪, পাকিস্তানের ১০০, বাংলাদেশের ৯২, মালির ৭০, সেনেগালের ৫৪, বেনিনের ৫১, ক্যামেরনের ৪২, মরক্কোর ৩৩, ইথিওপিয়ার ৩১, সুদানের ৩০, আলজেরিয়ার ২৫, ঘানার ১২, শাদের ১১, কেনিয়ার ৮ এবং তুরস্কের ৭ জন মারা গেছেন।

নিপীড়নের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে এক সৌদি মানবাধিকারকর্মী  বলেন, সমালোচনার ভয়ে সরকার সঠিক সংখ্যা প্রকাশ করছে না।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে