আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বে যে পরিমান জ্বালানী জমা রয়েছে তা যদি আমরা পোড়াতে শুরু করি তারফলে বিশ্বের উষ্ণতা বেড়ে যেতে পারে। বিশ্বের উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন গলে যেতে পারে এন্টার্কটিকা। আর তার ফল যে খুব একটা ভালো হবেনা তার হুশিয়ারিও দিয়েছেন তারা। এন্টার্কটিকা গলে গেলে উপচে উঠতে পারে সমুদ্রের জন এবং তার ফলে নিউ ইয়র্ক, লন্ডন, হংকং কিংবা টোকিও-র মত শহরও ভেসে যেতে পারে। সম্প্রতি এই সমীক্ষায় বিজ্ঞানীরা একটি তথ্য পেয়েছে বলে জানিয়েছেন।
প্রায় ২০০ ফুট জলস্তর জমাট বেঁধে রয়েছে এই আন্টার্কটিকায়। সুতরাং সেটা সম্পূর্ণ গলে গেলে বিশ্বের জলস্তর বাড়বে অনেকটাই। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ পত্রিকায় প্রকাশিত এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ‘বর্তমানে গোটা বিশ্বে থাকা জ্বালানি অর্থাৎ তেল, গ্যাস কিংবা কয়লা পুড়িয়ে ফেলা হলে উত্তাপে গলে যাবে আন্টার্কটিকার বরফের চাদর।’ তবে রাতারাতি এই ঘটনা ঘটবে না বলেও জানিয়েছেন গবেষকরা। হাজার হাজার বছর সময় লেগে যেতে পারে এই পরিস্থিতি তৈরি হতে।
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/