আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিন্দুরা স্বাভাৱিক পরিস্থিতি নেই। উজ্জ্বল ও সমৃদ্ধ ভরা ভারতের ইতিহাস থাকা সত্বেও হিন্দুরা তারা নিজেদের ঐতিহ্যৱাহী পরম্পরা প্রতিষ্ঠিত করতে পারছেন না। পরিস্থিতি এমন যে হিন্দুরা নিজেদের পুজোপাঠ করতে পারছেন না। যদি নিজেদের দেশে হিন্দুদের অবস্থা এমন হয়, তাহলে বাংলাদেশের হিন্দুদের অবস্থা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। খবর হিন্দুস্থান সমাচারের।
মকর সংক্রান্তির পূর্ণ্য তিথিতে ভারতে হিন্দুদের সংগঠিত ও একত্রিত হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেৱক সঙ্ঘ ( আরএসএস )- র প্রধান মোহন রাও ভাগবত। শনিবার কলকাতা বিগ্রেডে মকর সংক্রান্তি উপলক্ষ্যে সঙ্ঘের বার্ষিক উত্সবে যোগ দিয়ে কার বক্তব্যে বলেন , আরএসএস ভারতে হিন্দুদের শক্তিশালী করতে নিরলসভাৱে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এজন্য সঙ্ঘ অন্যদের বিরোধিতা করে না। কেননা আরএসএস কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়, জীবনে চলার পদ্ধতির আরেক নাম আরএসএস। আর এজন্য গত ৯০ বছর ধরে একভাবে সঙ্ঘ তাদের কাজ চালিয়ে যাচ্ছে , এবং আগামীদিনেও সুসংগতভাবে চালিয়ে যাবে।
মকর সংক্রান্তি উপলক্ষ্যে সঙ্ঘের বার্ষিক উত্সবে যোগ দিতে শুক্রৱার শহরে পা রাখেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। যদিও এদিনের বার্ষিক উত্সবকে কেন্দ্র করে আইনি জটিলতা নিয়ে একটি বাক্যও খরচ করেননি তিনি। উল্লেখ্য, শুক্রবার আদালতের রায়ে এদিনের উত্সবের জটিলতা কাটে। সভা নিয়ে কলকাতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ টালবাহানার পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিনের উত্সবে যোগ দিতে প্রায় চার হাজার আরএসএস কর্মী হাজির ছিলেন।
এছাড়া রাজ্যের বিভিন্ জেলা থেকে সংগঠনের কর্মী - সমর্থকরা এদিন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের বক্তব্য শুনতে হাজির হন। কড়া পুলিশি নিরাপত্তা ও আদালতের শর্ত মোতাবেক সভা চত্বরকে ঘিরে ফেলা হয়। এদিনের উত্সবের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি সঙ্ঘ সেবকরা ড্রিল প্রদর্শন করেন।
পরে আরএসএস প্রধান মোহনরাও ভাগবত মকর সংক্রান্তির পূর্ণ্য তিথিতে গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করে গঙ্গার উত্পত্তি ও রাজা ভগীরথ দেবী গঙ্গাকে আবাহন করা ইতিহাস বর্ণনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন , আদি অনন্তকাল ধরে রাজনীতি চলে আসছে। কিন্তু তপস্বীরা রাজনীতি থেকে দূরেই থাকেন। যারা নিজেদের কাজ করতে রাজনীতি করেন, তাদেরই হানি হয়। যেমনটা হয়েছিল সাগর রাজার পুত্রদের। কিন্তু যুগ যুগ ধরে কঠিন পরিশ্রম ও তপস্যা করে রাজা ভগীরথ দেবী গঙ্গাকে আবাহন করেন।
এই প্রসঙ্গে তিনি সঙ্ঘের কর্মীদের উদ্দেশ্যে বলেন , কোনো কাজ সম্পন্ করতে চাই শুদ্ধ সংকল্প। এজন্য রাজা ভগীরথ - র মত ৱংশ পরম্পরায় শুদ্ধ সংকল্প নিয়ে কঠিন পরিশ্রম করলে কাজ হবে। তিনি আরও বলেন, সূর্য দেব যেমন কখনও নিজের আলো দিতে থেমে থাকেন না, তেমনই কোনও কাজে থেমে গেলে চলবে না। সূর্যের আলো থেকে যে শক্তি পাওয়া যায়, সেই শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে বলেন , দূর্বলতা হলেই মৃত্যু। আমরা যদি একত্রিত ও সংগঠিত থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের পরাস্ত করতে পারবে না।
১৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস