আন্তর্জাতিক ডেস্ক: মাঝে মাত্র চার দিন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ডোনাল্ড ট্রাম্প। কী হবে তাঁর নীতি? প্রথম দিন তিনি কী করবেন তা নিয়ে আগ্রহ আন্তর্জাতিক দুনিয়ায়। যে বিদ্বেষের বীজ ছড়িয়ে নির্বাচনী প্রচার করেছিলেন ট্রাম্প তার কয়েকটিও যদি তিনি পালন করার কথা ঘোষণা করেন, তাহলেই অনেক তফাৎ দেখা দেবে।
অনেকে অবশ্য বলছেন, এতটা কট্টর হতে পারবেন না তিনি। বরং কোনো সফট বিষয়ে পরিবর্তন এনে ইনিংস শুরু করবেন ৭০ বছর বয়সী এই ধনকুবের। তাঁদের মতে স্বাস্থ্যবীমা বাবদ বিদায়ী প্রেসিডেন্ট ওবামা যে ‘ওবামা কেয়ার’ চালু করেছিলেন তা বাতিল করতে পারেন তিনি।
তবে মেক্সিকো সীমান্তে প্রাচীর দেয়ার মতো কাজ এত সহজে হবে না। কারণ সেক্ষেত্রে সংসদ এবং বিচারবিভাগেরও সম্মতি আদায় করতে হবে। যা অনেকটা সময় সাপেক্ষ। সংবাদ সংস্থা এএফপিকে অভিবাসন দপ্তরের অ্যাটর্নি জেনারেল ডেভিড লিওপোল্ড বলেছেন, ‘তিনি সেখানে পৌঁছে যা ইচ্ছা তাই করে ফেলবেন, এমনটা নয়।
গণতন্ত্রে সিইও বলে কিছু হয় না। ’ ওবামা কঠোর পরিবেশ নীতি এনেছিলেন। ট্রাম্প মনে করেন এই নীতি মার্কিন স্বার্থের বিরোধী। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ‘কয়লা নিয়ে লড়াইটা প্রথম দিনেই থামিয়ে দেবেন তিনি। ’আজকাল
১৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ