সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭, ১০:২০:৩১

ট্রাম্পের তোপের মুখে মুখ খুললেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান

ট্রাম্পের তোপের মুখে মুখ খুললেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : অব্যাহত সমালোচনার মুখে পড়ে মুখ খুললেন আমেরিকার প্রভাবশালী গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) প্রধান জন ব্রেনান। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার তোপের মুখে পড়ে সিআইএ। গোয়েন্দা সংস্থাটির বস্তুনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।  

কিন্তু ব্রেনান আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, তারা ট্রাম্পকে সতর্ক করারই চেষ্টা চালিয়েছেন। ট্রাম্পের বিরোধিতা করা তাদের উদ্দেশ্য নয়। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।  

জন ব্রেনান গোয়েন্দা সংস্থাগুলোর ওপর আস্থা ও বিশ্বাস রাখতে ট্রাম্পকে আহ্বান জানান। তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, নতুন প্রেসিডেন্টের এটা বোঝা উচিত তার কথার কারণে দেশের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।  
 
সিআইএ প্রধান ব্রেনান আরও বলেন, নতুন প্রেসিডেন্ট ও তার লোকজনকে অসম্মান করার কোনো উদ্দেশ্যেই আমাদের নেই। বিপদ বা ঝুঁকিগুলো কোথায় এটা তাদের বুঝিয়ে দেয়াই আমাদের দায়িত্ব।
১৬ জানুয়ারী, ২০১৭এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে