আন্তর্জাতিক ডেস্ক : এবার গোটা ভারতে গরু কাটা নিষিদ্ধ হচ্ছে। ভারতের আদালতে আইন করে গোটা ভারতে গরু কাটা নিষিদ্ধ করার বিষয়টি ভাবা হচ্ছে। হিমাচলপ্রদেশের হাইকোর্ট গোহত্যা নিষিদ্ধ করা, গরু আমদানি-রপ্তানি বন্ধ করা এবং গোরু বিক্রি বন্ধ করা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে আইন পাশ করানোর কথা বলেছে আদালত। গরুদের আশ্রয় ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে, বিশেষ প্রকল্প আনারও নির্দেশ দিয়েছে আদালত।
গোটা ভারতে গরু জবাই নিষিদ্ধের দাবিতে দেশটির হিন্দুত্ববাদীরা বেশ সক্রিয়। কিন্তু আশ্চর্য্যের বিষয় হচ্ছে, জবাই নিষিদ্ধের প্রচেষ্টা সত্ত্বেও বিশ্বে লাল গোশত রপ্তানিতে এগিয়ে রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের কৃষি দফতরের (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার-ইউএসডিএ) সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়, বিশ্বে গরুর গোশত রপ্তানিতে ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ভারত।
দেশটির হিমাচলপ্রদেশের গোবংশ রক্ষ্মণ সংবর্ধন পরিষদের দায়ের করা পিটিশনের শুনানিতে বিচারপতি রাজীব শর্মা ও বিচারপতি সুরেশ্বর ঠাকুরের ডিভিশন বেঞ্চ বুধবার কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি, রাস্তায় ঘুরে বেড়ানো গোরু ও অন্যান্য গবাদি পশুদের আশ্রয় দিতে গোসদন গঠনের নির্দেশও দিয়েছে আদালত। এজন্য নগর প্রশাসনকে যথাযথ অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। রাজ্যের সব পঞ্চায়েতকে ছয় মাসের মধ্যে সমস্ত গোরু ও অন্যান্য গবাদি পশুর গণনা করে, মাইক্রো চিপ তৈরি করতে বলেছেন দুই বিচারপতি।
নির্দেশ কতটা মানা হলো, টাইম টু টাইম তার স্টেটাস রিপোর্ট দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিমাচলপ্রদেশের সমস্ত ডেপুটি কমিশনারকে তিন মাসের মধ্যে আদালতে একটি এফিডেভিট দাখিল করতে বলা হয়েছে।
গত মার্চ মাসে জৈন সাধুসন্তদের পক্ষথেকে আচার্য শিবমুনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান, সরকারের পক্ষ থেকে সংসদে এমন বিল আনা হোক যাতে সারা দেশে গরুর পাশাপাশি মহিষ জবাইও নিষিদ্ধ হয়। মূলত এই বিষয়টি মাথায় রেখেই আদালত এই বিষয়ের উপর আইন পাশের সিদ্ধান্ত নিয়েছেন।
ভারত থেকে গরু, মহিষ এবং বাছুরের গোশত বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রের কয়েকজন বিজেপি মন্ত্রীসহ অন্যন্য হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে ভারতে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
যদিও হিন্দুত্ববাদী নানা সংগঠনের পক্ষ থেকে একনাগাড়ে ভারতে গরুর গোশত নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। এরইমধ্যে বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। হিন্দুত্ববাদীদের অবশ্য দাবি, সারা দেশেই গরু জবাই নিষিদ্ধ করতে হবে।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই