রনি মোহাম্মদঃ ইউরোপীয় পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে ইতালির অ্যান্টোনিও তাজানি জয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে অনুষ্ঠিত ভোটে ইতালির আরেক প্রতিদ্বন্দ্বী জান্নি পিটেল্লাকে ৬৯ ভোটে পরাজিত করেন তিনি।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট পদের জন্য চর্তুথ দফায় ইতালির এই দুই প্রতিদ্বন্দ্বি লড়াই করেন। অ্যান্টোনিও তাজানি পান ৩৫১ ও জিয়ানী পিটেল্লা পান ২৮২ ভোট।
বর্তমান প্রেসিডেন্ট মার্টিন শুলজ এতোদিন ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একমাত্র নির্বাচিত প্রধান প্রতিনিধি। তিনি এই সংস্থার প্রধানের পদ থেকে পদত্যাগ করে নিজ দেশের রাজনীতিতে ফিরে যাওয়ায় পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জার্মানির নাগরিক শুলজ দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক দলের সঙ্গে যুক্ত। গত বছরের নভেম্বরে তিনি এই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
অ্যান্টোনিও তাজানি পেশাগত একজন সাংবাদিক ছিলেন। ১৯৯৪ সালে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বালুর্সকোনির হাত ধরে সাংবাদিগতা ছেড়ে রাজনীতিতে আসেন। বালুর্সকোনির দল ‘ফরসা ইতালিয়া’ র প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম একজন অ্যান্টোনিও। অ্যান্টোনিও ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে এবং ২০০২ সালে রোমের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন ।
এদিকে ইইউ পার্লামেন্টের প্রধান নির্বাচিত হওয়ায় ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনটিলনি, সাবেক প্রধানমন্ত্রী মাথেও রেনসি, আরেক সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি অ্যান্টোনিওকে অভিনন্দন জানিয়েছেন । নির্বাচিত হওয়ার পর অ্যান্টোনিও তার প্রথম ভাষনে ইতালির ভুমিকম্প দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য ইইউভূক্ত দেশগুলির প্রতি আহবান জানিয়েছেন ।
উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ হচ্ছে ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ ইত্যাদি বিষয়গুলো রয়েছে। বর্তমানে এ্ই সংস্থার সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭। ২০১৬ সালের ২৪ জুন ব্রিটেন ৪৭ বছরের সদস্য পদ গণভোটের মাধ্যমে বাতিল করে। তবে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসতে ২০২০ সাল নাগাদ সময় লাগবে।
১৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস