আন্তর্জাতিক ডেস্ক : ছেঁড়া পোশাক নিয়েও রাজনীতি করেছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। উত্তরাখণ্ডের এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, নিজের ছেঁড়া কুর্তা এবং ফুটো পকেট নিয়ে চিন্তিত নন তিনি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের পোশাক সম্পর্কে খুবই সচেতন। বিলাসবহুল জীবনযাপনের পর মোদি দরিদ্র মানুষের পাশে থাকার রাজনীতি কেমন করে করেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সহ-সভাপতি।
আর এর ঠিক পরেই রাহুলকে তার ছেঁড়া পোশাকের রাজনীতির জবাব দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জুনিয়র গান্ধীকে একদম গান্ধীগিরিতেই জবার দিল বিজেপির যুব মোর্চা। কর্ণাটকের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কংগ্রেস সহ-সভাপতিকে নতুন পাঞ্জাবি কিনে পাঠানো হয়েছে।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নোট বাতিলের পরবর্তী সময়ে একবারই মাত্র ব্যাঙ্কমুখো হয়েছিলেন রাহুল। তখনই ৪০০০ টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিলেন তিনি। আর তারপর থেকে নিশ্চয়ই তার জীবনে টাকার অভাব দেখা দিয়েছে। তাই তিনি ছেঁড়া পোশাক পরে ঘুরছেন। তাই সংগঠনের পক্ষ থেকে তাকে নতুন পাঞ্জাবি কিনে পাঠানো হল।’
রাহুল গান্ধীর এই দৈনদশা দূর করার নামে বিজেপি যে লজ্জায় ফেলল কংগ্রেসের যুব নেতাকে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই খবর সামনে আশার পর থেকে ভারতের যথারীতি চর্চা শুরু হয়েছে।
১৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস