বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭, ১১:৩৭:২৮

ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি মার্কিন মিডিয়ার

ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি মার্কিন মিডিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে চিঠি পাঠাল আমেরিকার প্রেস কর্পোরেশন। একটি খোলা চিঠিতে ট্রাম্পকে তার জানিয়ে দিলেন, ‘সংবাদ মাধ্যম নিজের নিয়মেই চলবে। আপনার নিয়মে নয়।’‌ ভোট প্রচারের একেবারে শুরুর দিন থেকেই নানা ভাবে মার্কিন সংবাদ মাধ্যমকে আক্রমন করেছিলেন ট্রাম্প।

হুমকি দিয়েছিলেন, ক্ষমতায় এলে সংবাদ মাধ্যমের কাজকর্মে নানা ধরনের বাধা নিষেধ আরোপ করবেন। সেই নির্দেশের প্রেক্ষিতেই মার্কিন সংবাদ মাধ্যমের সংগঠন জানিয়েদিল, ‘‌ভোট প্রচারের সময় থেকেই, আপনি ও আপনার শাগরেদরা নানা ভাবে একাধিক সংবাদকর্মীকে ব্যঙ্গ করেছেন, অপমান করেছেন। আপনার হাজার নিরাপত্তার বাধা পেরিয়েও কিন্তু আমরা আসল খবরটা নিয়ে আসতে পেরেছি। এক্ষেত্রেও আপনি নিষেধাজ্ঞা চাপালেই হল না।  

জানিয়েছে, সংবাদ মাধ্যম নিজের নিয়ম নিজেই ঠিক করবে। আমার তথ্য জোগাড়ের ক্ষেত্রে খুবই পারদর্শী। কোনও সাংবাদিককে এটা বলা, যে আপনি ‘‌ওই’‌ খবরটি জোগাড় করতে পারবেন না, খবর জোগাড়ের উৎসাহ বাড়িয়ে দেয়। আসলে আপনার দেওয়া চ্যালেঞ্জ নিতে পছন্দ করছেন সংবাদ মাধ্যমের কর্মীরা।’

শুধু তাই নয়, চিঠির শেষে এটাও জানিয়ে দিয়েছেন তারা, ‘‌সর্বোচ্চ ৮ বছরের জন্য আপনি আমেরিকার সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকবেন। আমাদের আরও অনেকদিন চলতে হবে। আপনি আমাদের মৌলিক অধিকারের গুরুত্বটা অনেকদিন পরে আবারও মনে করে দিয়ে গেলেন। আপনার হুমকির জন্যই নতুন করে ভাবতে বসা গেল, আমরা কে, আমাদের কাজ কী, আমরা কেন আজ এখানে। সেই জন্য ধন্যবাদ।’ আজকাল‌‌‌

১৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে