বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০৫:১৭:৪৩

ফের জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে পাক-ভারত উত্তাপ

ফের জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে পাক-ভারত উত্তাপ

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিষয়ে জাতিসংঘে পাকিস্তানের তোলা আপত্তি উড়িয়ে দিল ভারত। পাকিস্তানের দাবিকে এদিন ‘বিষয় বর্হিভূত’ ও ভারতের ‘অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ’ বলে আপত্তি তোলেছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটরি অভিষেক সিং।

ভারত আগেই জানতে পেরিছিল যে, জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে নালিশ জানাবে পাকিস্তান। সেইমতো বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত পাকিস্তিনি রাষ্ট্রদূত মালিয়া লোধি অধিবেশন চলাকালীন কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে কথা তোলেন। তার অভিযোগ, কাশ্মীরের মানুষকে অসম্মান করছে ভারত। কাশ্মীর ইস্যু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত।

মালিয়া লোধির জবাবে পালটা প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন অভিষেক সিং। তিনি বলেন, “পাকিস্তান যে তথ্য দিচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে পাকিস্তান। কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়।”

এর পর অভিষেক জানিয়ে দেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই থাকবে। এদিন জািতসংঘে আত্মপক্ষ সমর্থনের অধিকারবলে পাকিস্তানের অভিযোগের সমালোচনা করে ভারত।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে ভারত ও কাশ্মীরের মধ্যে সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। একদিকে যেমন সীমান্তে পাক-সেনার তরফে লাগাতার গুলি চালানো হচ্ছে তেমনই জঙ্গিদের ভারতে ঢুকিয়ে সন্ত্রাসে মদত দেওয়া হচ্ছে বলে ধারণা করাহচ্ছে। গত জুলাই মাসে কাশ্মীর ইস্যুকে সামনে রেখে বাতিল হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্যায়ের বৈঠক। এর পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের আবার অবনতি ঘটতে শুরু করেছে এবং দুই দেশ একে অপরের বিরুদ্ধে নতুন করে সুর চড়াতে শুরু করেছে।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে