শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০২:৩৬:৪৭

হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা

হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক: সিমলার পর হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা। মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং জানিয়েছেন, ঐতিহাসিক তাত্পর্য ও গুরুত্বের বিচারে ধর্মশালা 'রাজধানী'র মর্যাদা দাবি করে। হিমাচল প্রদেশের ধৌলাধর শ্রেণিতে অবস্থিত ধর্মশালা। রাজ্যের তুলনামূলক নিচু এলাকাগুলি যেমন চাম্বা, হামিরপুর, কাংড়া ও উনায় ধর্মশালার বিশেষ গুরুত্ব রয়েছে।

সারা বিশ্বের কাছে ধর্মশালার পর্যটন গুরুত্বও রয়েছে। প্রচণ্ড ঠান্ডায় সিমলা যখন বরফে ঢেকে যায়, তখন ধর্মশালাতেই বসে শীতকালীন অধিবেশন। ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত ধর্মশালায় ১২ বার শীতকালীন অধিবেশন বসেছে।-জিনিউজ

২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে