শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০৫:৫৯:৫৪

মহাকাশ থেকে ধেয়ে আসা মিসাইলকেও ধ্বংস করতে পারবে এই অস্ত্র

মহাকাশ থেকে ধেয়ে আসা মিসাইলকেও ধ্বংস করতে পারবে এই অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার পরীক্ষামূলক ভাবে একটি অত্যাধুনিক ব্লাস্টিক মিসাইল উৎক্ষেপণ করল ইজরায়েল৷  পৃথিবীর দিকে ছুটে আসা কোনও মিসাইলকে অত্যন্ত নিরাপদে মহাকাশেই ধ্বংস করতে পারবে এই মিসাইলটি৷মূলত মার্কিন অর্থ সাহায্যেই তৈরি হয়েছে অ্যারো-৩ সিস্টেমের এই মিসাইলটি৷ ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি ও মার্কিন সংস্থা বোয়িং যৌথ ভাবে তৈরি করেছে এটি৷

জানা গিয়েছে, ইজরায়েলি সেনার হয়ে ২০০০ সাল থেকে কাজ করছে অ্যারো-২ ও অ্যারো-৩৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি আমেরিকার নিজস্ব৷ যা ইজরায়েলের সঙ্গে মিলে প্রযুক্তিগত ভাবে আরও উন্নত হল৷ এর আগে ২০১৪ সালে গাজার জঙ্গি দমনের জন্য ব্যবহার হয়েছিল এই মিসাইল৷ সেক্ষেত্রে এই মিসাইলের সাফল্যই একে আরও উন্নত করতে উদ্বুদ্ধ করে দু’দেশকে৷ অ্যারো ছাড়াও ডেভিড’স সিলিং নামেও একটি মিসাইল উৎক্ষেপণ করেছে ইজরায়েল।-কলকাতা২৪

২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে