আন্তর্জাতিক ডেস্ক : মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৬ জনের। সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়েই মৃতের সংখ্যা ৫২ জন। মনে করা হচ্ছে ডেঙ্গুর প্রভাবে মৃত্যু মহামারীর আকার নিতে পারে তাইওয়ানে।
সরকারি তথ্য অনুযায়ী, তাইল্যান্ডে গত মে মাস থেকে এখনও পর্যন্ত ২৩ হাজার ৮২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া সূত্রে খবর, নিহতদের মধ্যে ৯০ জনই তাইনান শহরের বাসিন্দা। তাই শহরটিকে ঘিরে ইতিমধ্যেই বাড়তি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহতদের গড় বয়স ৭৭ বছর এবং বয়স্কদের মধ্যেই গুরুতর রোগটিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি, জানিয়েছে তাইওয়ানের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই