শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ১১:৩০:৩৯

একসাথে ৬ টার্গেটে আঘাত হানতে পারবে নতুন এই ভয়ঙ্কর যুদ্ধবিমান

একসাথে ৬ টার্গেটে আঘাত হানতে পারবে নতুন এই ভয়ঙ্কর যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : এবার আসছে আরও উন্নতমানের মিগ বিমান। মিগ-২৯-এ উন্নততর ভার্সান ‘মিগ-৩৫’ তৈরি করছে রাশিয়া।

জানা গেছে, নতুন ‘মিগ-৩৫’পরপর ১০টি টার্গেটে আঘাত হানতে পারে। একইসঙ্গে চার থেকে ছ’টি নিশানা গুঁড়িয়ে দিতেই সক্ষম এটি। এই যুদ্ধবিমানে অস্ত্র হিসেবে থাকবে ৩০ এমএম বন্দুক, এয়ার-টু-এয়ার, এয়ার-টু-সারফেস, অ্যান্টি শিপ ও অ্যান্টি রাডার মিসাইল, রকেট, বম্ব, মাইন ইত্যাদি। পাশাপাশি, ‘মিগ-৩৫’ এক বিশেষ প্রযুক্তির ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত থাকবে। থাকবে অ্যান্টি-মিসাইল সিস্টেমও।

রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার দমিত্রি রগোজিন জানিয়েছেন, যুদ্ধে ব্যবহারযোগ্য সবথেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এই বিমানে। তিনি বলেন, দেশের সুরক্ষার ক্ষেত্রে তো এটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান বটেই পাশাপাশি, অর্থনীতির ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই যুদ্ধবিমান প্রচুর পরিমাণে রফতানি হয় রাশিয়া থেকে।
২০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে