শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ১২:৫৮:০২

এই একটি কারণে ভারতে চাকরি হারালেন ৫৭ কেবিন ক্রু

এই একটি কারণে ভারতে চাকরি হারালেন ৫৭ কেবিন ক্রু

আন্তর্জাতিক ডেস্ক : ওজন বেশি হওয়ার ৫৭ কেবিন ক্রুকে দায়িত্ব থেকে অপসারণ করেছে এয়ার ইন্ডিয়া। এখন থেকে এসব কর্মীকে গ্রাউন্ডেই কাজ করতে হবে। নিয়মমাফিক বেতন পেলেও ৩৫-৫০ হাজার টাকার ফ্লাইং অ্যালাওয়েন্স পাবেন না তারা।  

পুরুষ এবং নারী উভয়েই রয়েছেন চাকুরিচ্যূতদের এই তালিকায়। এয়ার ইন্ডিয়ার এক উর্দ্ধতন কর্মকর্তা বলেন, ওজন কমানোর জন্য অনেক আগেই তাদের ডেডলাইন দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা ওজন কমাতে পারেনি।  

ছয় মাস পরে আবার এই ৫৭ জনের ওজন পরীক্ষা করা হবে। ওজন কমাতে ব্যর্থ হলে আকাশে ওড়ার স্বপ্ন আবারও হাতছাড়া হবে তাদের। -কলকাতা২৪।
২০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে