বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০৬:৩৫:৫৪

সৌদি আরবকে ব্ল্যাক হক হেলিকপ্টার দেবে আমেরিকা

সৌদি আরবকে ব্ল্যাক হক হেলিকপ্টার দেবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব এবং আমেরিকান মাঝে সম্পর্কের উন্নতি আরো একধাপ এগিয়ে গেলো। সৌদি আরবের কাছে সাড়ে ৪৫ কোটি ডলার মূল্যের ব্ল্যাক হক হেলিকপ্টার বিক্রির বিষয়টি অনুমোদন করেছে মার্কিন সরকার। সৌদি আরব যখন প্রতিদিনই ইয়েমেনের নিরীহ জনগণের বিরুদ্ধে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে তখন এ হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিল ওয়াশিংটন।

জানা যায়, বৃহস্পতিবার মার্কিন প্রশাসন হেলিকপ্টার বিক্রি সংক্রান্ত চুক্তিকে অনুমোদন দিল। এর পরেকেই আন্তর্জাতিক মহলে গুঞ্জন শুরু হলো। মনে করা হচ্ছে ইয়ামেনের হাউতি বিদ্রোহীদের উপর সফল হামলা চালানোর পুরস্কার হিসাবেই মার্কিন প্রশাসন এই চুক্তিকে বৈধতা দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রক পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বা ডিএসসিএ জানিয়েছে, সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার জন্য হেলিকপ্টার বিক্রির এই চুক্তি করা হয়েছে। বিদেশে আমেরিকার অস্ত্র বিক্রির বিষয়টি নজরদারি করে ডিএসসিএ। এই সংস্থা আরও বলেছে, সৌদি আরব নয়টি হেলিকপ্টার কেনার আবেদন করেছিল।

ইউএইচ-৬০এম ব্ল্যক হক হেলিকপ্টারের ইঞ্জিন তৈরি করেছে মার্কিন জেনারেল ইলেকট্রিক কোম্পানি এবং এতে জিপিএস ও ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থা বসানো রয়েছে। এ ছাড়াও, এই হেলিকপ্টারে হামলা চালাতে সক্ষম মেশিনগান আছে বলে জানা গিয়েছে।

ডিএসসিএ আরো বলেছে, সৌদি রাজকীয় পদাতিক বাহিনী এ হেলিকপ্টার  সামরিক ও সন্ত্রাসবিরোধী অভিযানসহ অন্যান্য তৎপরতায় ব্যবহার করবে।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে