শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০২:১৯:৪০

নদীতে মিলল ৬৫ বছর আগের বিশালাকৃতির তাজা বোমা

নদীতে মিলল ৬৫ বছর আগের বিশালাকৃতির তাজা বোমা

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের টেমস নদীতলে একটি অবিস্ফোরিত তাজা বোমা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটায় বোমাটি উদ্ধার ও পরে নিষ্ক্রিয় করা হয়। বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে জানিয়েছে পুলিশ। ফলে বোমাটি প্রায় ৬৫ বছর আগের বলে ধারণা করা হচ্ছে।

ওয়েবমিনিস্টার টিউব স্টেশনের কাছের ভিক্টোরিয়া বাঁধের পাশে টেমস নদীতে কাজ করার সময় স্থানীয় সময় বিকাল সোয়া পাঁচটার সময় পুর প্রকৌশলীরা একটি ধাতব বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশের বিশেষজ্ঞ দল এসে বোমাটি উদ্ধার করে। এসময় বিস্ফোরণের আশংকায়  ওয়েস্টমিনিস্টার ও এমব্যাংকমেন্ট পাতাল স্টেশনগুলো খালি করে ফেলা হয় এবং ভিক্টোরিয়া বাঁধ, ওয়েস্টমিনিস্টার ব্রিজের মতো ব্যস্ত সড়কগুলো বিকালবেলা দীর্ঘক্ষণ আটকে রাখে পুলিশ।  

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বোমাটির ২ ফুট প্রস্থ ও ১ ফুট উচ্চতার। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে বোমাটি নিষ্ক্রিয় করে। সূত্র: দ্য টেলিগ্রাফ।
২০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে