শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০৮:৪৮:০৪

সরকারি মদতে কাশ্মীরে 'মুসলিম নিধনযজ্ঞ' চালাচ্ছে 'হিন্দু সন্ত্রাসবাদীরা' : দাবি পাকিস্তানের

সরকারি মদতে কাশ্মীরে 'মুসলিম নিধনযজ্ঞ' চালাচ্ছে 'হিন্দু সন্ত্রাসবাদীরা' : দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরের ‘আত্মনিয়ন্ত্রণের দাবি’র সমর্থনে সবসময় সোচ্চার পাকিস্তান। সুযোগ পেলেই সেখানে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ‘দমনপীড়নে’র অভিযোগ তুলে আন্তর্জাতিক মঞ্চে গলা ফাটায় পাকিস্তান। তারই ধারাবাহিকতায় আবারো অভিযোগ তুললো পাকিস্তান। খবর এবিপির।

এবার পাকিস্তানের দাবি, জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরী মুসলিমদের ‘নিশ্চিহ্ন করে দেওয়ার’ অভিযান চালাচ্ছে হিন্দু ‘সন্ত্রাসবাদীরা’। তাদের পিছনে সরকারি মদত রয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রনালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়ার বিবৃতিতে বলা হয়েছে, বহু কাশ্মীরী মুসলমানকে সাজানো সংঘর্ষে, বাড়ি বাড়ি হানা দিয়ে, জেলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। লাগাতার কাশ্মীরীদের হত্যার নিন্দা করছি আমরা।

সেইসঙ্গে তিনি বলেছেন, জম্মু অঞ্চলে কাশ্মীরীদের অস্তিত্ব মুছে ফেলতে হত্যাকাণ্ড চালাচ্ছে হিন্দু সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি, সশস্ত্র গ্রামরক্ষী কমিটি। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই কাশ্মীরে সরকারি প্রশাসনের যাবতীয় সমর্থন, মদত পাচ্ছে হিন্দু সন্ত্রাসবাদীরা। প্ল্যানমাফিক অসংখ্য কাশ্মীরী মুসলিম পরিবারকে এলাকাছাড়া করা হচ্ছে।

‘ব্যাপক হারে কাশ্মীরীদের মানবাধিকার লঙ্ঘনের’ ব্যাপারে গোটা দুনিয়াকে পাকিস্তান নিয়মিত অবহিত করে চলেছে বলে জানান জাকারিয়া। তিনি বলেন, দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে যোগ দিতে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনিও সম্মেলনের ফাঁকে বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছে ভারতীয় বাহিনীর হাতে কাশ্মীরীদের ‘মানবাধিকার লাঞ্ছিত হওয়ার’ বিষয়টি তুলেছেন।
২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে