আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সেনাবাহিনীর অভিযানে বিদেশী মদদপুষ্ট উগ্র তাকফিরি গোষ্ঠীর শত শত সন্ত্রাসী নিহত হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যখন সিরিয় বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে তখন সন্ত্রাসীদের এ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এলো।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’র বরাদ দিয়ে ‘রেডিও তেহরান’ জানিয়েছে, সিরিয় সেনাবাহিনী গতকাল (বুধবার) রাজধানী দামেস্কর দুই কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত জোবার শহরের বেশ কিছু এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।এছাড়া, সেনাবাহিনীর অভিযানে অনির্দিষ্ট সংখ্যক সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি তাদের কিছু ঘাঁটি এবং যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।
রাজধানী দামেস্কের ৩৫৫ কিলোমিটার উত্তরে আলেপ্পো শহরের উত্তর অংশে বিমান বাহিনীর একাডেমির কাছে সিরিয় বাহিনীর অভিযানে বহু সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, সিরিয়ার হামা প্রদেশের ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে আল-গাব এলাকায় সেনাবাহিনীর সঙ্গে তুমূল সংঘর্ষে অন্তত ১২ সন্ত্রাসী নিহত হয়।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের মারাত আল- নুমান এলাকার শেইকুন শহরে সেনাবাহিনীর অভিযানে তাকফিরি ‘জেইশ আল –ফাতাহ’ গোষ্ঠীর ১৭ সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, গতকাল (বুধবার) তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বা দায়েশ দেইর-আজ-জোর সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালালে সেনাবাহিনীর পাল্টা হামলায় প্রায় ১০০ সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসীরা পরে পিছু হটতে বাধ্য হয়।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই