শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০৯:৩৫:৪১

হামলা হতে পারে শঙ্কায় নিজেকে বুলেটপ্রুফ স্যুটে মুড়ে শপথ নেবেন ট্রাম্প

হামলা হতে পারে শঙ্কায় নিজেকে বুলেটপ্রুফ স্যুটে মুড়ে শপথ নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি হামলার আশঙ্কায় বুলেটপ্রুফ স্যুট পরেই মার্কিন প্রেসিডেন্ট শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আজ, শুক্রবার রাতেই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। ট্রাম্প চান, আয়োজনের জাঁকজমকে নজির হয়ে থাকুক শপথের দিনটি। সেসবকিছু ছাপিয়ে ট্রাম্পের নিরাপত্তাই প্রাধান্য পাচ্ছে।

মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন, শপথ গ্রহণের সময় আইসিস বা আল-কায়দা যে কেউ-ই অতর্কিতে হামলা চালাতে পারে। সরাসরি বোমা হামালা বা ট্রাক নিয়ে আত্মঘাতী হামলা হতে পারে বলে সতর্ক করেছেন গোয়েন্দারা। এমনকী আকাশপথে হামলা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

যার জন্য নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে হোয়াইট হাউস চত্বর। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে পূর্বসূরি বারাক ওবামার মতোই ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষ ধরনের বুলেট প্রুফ স্যুটের ব্যবস্থা করা হয়েছে। প্রেসিডেন্সিয়াল এই স্যুট নাইন এমএম বুলেট আটকে দিতে সক্ষম।-এই সময়
২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে