আন্তর্জাতিক ডেস্ক : তার ক্যাবিনেটই আমেরিকার ইতিহাসে সেরা হতে চলেছে। এমন দক্ষ মানুষদের নিয়ে এর আগে কোনও মার্কিন প্রেসিডেন্টের ক্যাবিনেট তৈরি হয়নি। আর তার ফলে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জিতবেন রিপাবলিকানরাই।
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে বৃহস্পতিবার তার ভাষণে এ কথাই জানালেন ডোনাল্ড ট্রাম্প। তার কথায়, ''এমন ক্যাবিনেট আমেরিকা এর আগে দেখেনি।''
২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার প্রাক-মুহূর্তে তার সম্মানে আয়োজিত 'ক্যান্ডেললাইট ডিনার'-এ বৃহস্পতিবার ভাবী মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ''যারা আমার ভোট-প্রচারের বৈতরণী পার হতে সাহায্য করেছেন, অর্থ জুগিয়েছেন, প্রচার-কৌশলের রূপরেখা তৈরি করতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন, তাদের কথা আমি ভুলতে পারব না। তাদের সাহায্য ছাড়াডা আমি এতটা দূর পর্যন্ত আসতে পারতাম না।''
ভাবী মার্কিন প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার বিভিন্ন স্টেটের ইলেক্টোরাল কলেজের ভোটারদেরও। আমেরিকার মানচিত্র দেখিয়ে ট্রাম্প বলেছেন, ''যে ভাবে বিভিন্ন স্টেটের ইলেক্টোরাল কলেজের ভোটাররা আমাকে সমর্থন করেছেন, তা আমি কল্পনাও করতে পারিনি। পপুলার ভোট কম পাওয়ার ফলে আমার যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি পুষিয়ে দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে আমাকে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করেছেন ইলেক্টোরাল কলেজের ভোটাররাই।
তিনি বলেন, এমন বহু স্টেট ছিল, যেখানে রিপাবলিকানরা আদৌ জেতার আশা করেননি। ওই স্টেটগুলি রিপাবলিকানদের হাতে ছিল বহু দিন আগে, যখন রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রেগন মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপর থেকেই ওই স্টেটগুলি চলে গিয়েছিল ডেমোক্র্যাটদের হাতে। এ বার আমি যে সেগুলি ছিনিয়ে আনতে পেরেছি, তার বেশির ভাগ কৃতিত্বই দাবি করতে পারেন ওই স্টেটগুলির ইলেক্টোরাল কলেজের ভোটাররা। তাদের অকুণ্ঠ সমর্থন ছাড়া ওই স্টেটগুলিতে ইলেক্টোরাল কলেজের ভোটে আমার জেতা সম্ভব ছিল না।''
প্রত্যয়ী ট্রাম্প এও বলেছেন, ''মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার জন্য এখনও পর্যন্ত প্রার্থীরা ইলেক্টোরাল কলেজের ভোট যত পেয়েছেন, আমি তাদের সবাইকেই ছাপিয়ে যেতে পেরেছি।''
২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস