শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ১০:৫০:৩০

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে পৌঁছেছেন হিলারি ক্লিনটন

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে পৌঁছেছেন হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটল হিলে পৌঁছেছেন ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও তার স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটে হিলারি ক্লিনটন ক্যাপিটল হিলে পৌঁছান। কিছুক্ষণের মধ্যই মার্কিন কংগ্রেসের ‘ক্যাপিটল হিল’ এ ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে যোগ দিতে সাবেক প্রেসিডেন্ট স্বামীকে সঙ্গে নিয়ে আসেন হিলারি।

উল্লেখ্য জনপ্রিয়তার দিক দিয়ে ভোটে এগিয়ে থাকলেও নির্বাচনে ইলেক্টরাল ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি ক্লিনটন। মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওমাবা যুগের অবসান ঘটিয়ে শেতাঙ্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুগের সূচনা হতে যাচ্ছে।

২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে