শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ০১:২০:৩৯

ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের খরচ ৮০০ কোটি টাকা!

ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের খরচ ৮০০ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথের মধ্য দিয়ে ৮ বছরের ওবামা যুগের অবসান ঘটলো। শুরু হলো যুগ ডোনাল্ড ট্রাম্প যুগ। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির প্রায় আট লক্ষ মানুষ। প্রথা অনুযায়ী ট্রাম্পকে শপথগ্রহণ করান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস।

নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। জমকালো এই শপথগ্রহণ অনুষ্ঠানে খরচ করা হয়েছে ৮০০ কোটি টাকা (১০০ মিলিয়ন ডলার)। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের পশ্চিম প্রান্তে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, অভিষেক অনুষ্ঠানের ব্যয়ের ৭ কোটি ডলার আসবে বিভিন্ন কর্পোরেট এবং ব্যক্তিগত অনুদান থেকে। বাকি অর্থ ব্যয় হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। মূল শপথ অনুষ্ঠানে ব্যয় হবে মাত্র ১ কোটি ডলার। বাকি ৯ কোটি ডলারই নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় হবে বলে জানায় ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর কমিটি।

আব্রাহাম লিঙ্কন যে বাইবেলে হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই বাইবেলে হাত রেখেই শপথ নিলেন ট্রাম্প। তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাইক পেন্স। বারাক ওবামার স্থলাভিষিক্ত হলেন ট্রাম্প। তার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া থেকে শুরু করে নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত কম বিতর্ক হয়নি। কিন্তু এদিন সব বিতর্ক পিছনে ফেলে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশরাও শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।

২১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে