শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ০৪:০০:০১

ভারতে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র

ভারতে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: টার্গেটে আঘাত হেনে ফের লঞ্চপ্যাডে ফিরে আসবে। এমনই মারাত্মক ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এমন অস্ত্র  হাতে এলে পাকিস্তান ও চিনকে অনেকটাই পিছনে ফেলে দেবে ভারত।

সূত্রের খবর, এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করছে ব্রহ্মস এরোস্পেস। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই ক্ষেপণাস্ত্রটি পারমাণু অস্ত্র বহন করতেও সক্ষম হবে। নিখুঁত নিশানায় আঘাত হেনে ক্ষেপণাস্ত্রটি ফিরে আসবে আবার লঞ্চপ্যাডে। গতি হবে শব্দের থেকেও দশগুণ বেশি। প্রসঙ্গত, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের প্রেরণাকে নিয়েই তৈরি করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি।

জানা গেছে, এই ক্ষেপণাস্ত্রটি ভারতের যে কোনও ‌প্রতিবেশী দেশের ওপর অনায়াস আঘাত হানতে পারে আর তারপর ফের লঞ্চপ্যাডে ফিরে আসতে পারে। সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ক্ষেপণাস্ত্রটির ব্যবহারের একটি প্রস্তাব এসেছিল। যদিও তা বাতিল করা হয়।-জিনিউজ

২১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে