আন্তর্জাতিক ডেস্ক : এবার মুসলিম তোষণের অভিযোগ উঠল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে। কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদেরই ভিসা দিতে সাহায্য করছেন। তার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললো হিন্দু জাগরণ সংঘ।
টুইটার মারফত প্রবাসী ভারতীয়দের সাহায্য করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীরা কোনও সমস্যায় পড়লে মন্ত্রীকে টুইট মারফত সেই খবর জানালেই, তাদের সাহায্যে এগিয়ে আসেন সুষমা। যে কোনও ধরনের পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সমস্যার চটজলদি সমাধান মেলে পররাষ্ট্রমন্ত্রীর কাছে।
কিন্তু মন্ত্রী নাকি সকলকে এই সাহায্য করেন না। তিনি বেছে বেছে ইসলাম ধর্মাবলম্বীদের সাহায্য করেন টুইটারে। এই অভিযোগই আনা হয়েছে সুষমার বিরুদ্ধে। হিন্দু জাগরণ সংঘ একটি টুইটে সুষমার বিরুদ্ধে মুখ খুলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তারা জানিয়েছেন, সুষমা স্বরাজ নাকি কেবল মুসলিমদেরই সাহায্য করছেন।
কিন্তু অভিযোগ পেয়ে থেমে থাকেননি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী। পাল্টা টুইট করে সুষমা স্বরাজ জানিয়েছেন, ‘ভারত আমার দেশ। এখানকার মানুষ আমার মানুষ। জাত-পাত-ধর্ম-ভাষা এসব কিছুই আমার কাছে কাছে গুরুত্বহীন।’
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস