শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ০৬:১৯:৩৪

প্রথম দিনই 'ওবামাকেয়ার' বাতিলে হাত দিলেন ট্রাম্প

প্রথম দিনই 'ওবামাকেয়ার' বাতিলে হাত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর দ্রুত কাজে হাত দিয়েছেন এবং তার প্রথম পদক্ষেপগুলোর একটি ছিল পূর্বসুরী বারাক ওবামার চালু করা স্বাস্থ্য সেবা ব্যবস্থায় পরিবর্তন আনা। খবর বিবিসির।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন - যাতে বারাক ওবামার স্বাস্থ্য সেবা ব্যবস্থার খরচ কমানোর কথা বলা হয়েছে।

বারাক ওবামা তার শাসনামলে স্বাস্থ্য বীমা বিহীন আমেরিকানদের জন্য 'সুলভ স্বাস্থ্য সেবা আইন' চারু করেছিলেন - যাকে 'ওবামাকেয়ার' বলা হয়। ট্রাম্প নির্বাচনী প্রচারাভিযানের সময় থেকেই বলে আসছেন যে তিনি ওবামাকেয়ার বাতিল করবেন।

হোয়াইট হাউসের ওয়েবসাইটেও এখন ট্রাম্পের প্রচারাভিযানকালীন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলা হচ্ছে, বারাক ওবামার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতিতেও পরিবর্তন করা হবে।

বারাক ওবামার সময় হোয়াইট হাউসের ওয়েবসাইটে কিছু ওয়েবপেজ ছিল - যাতে ভিন্ন অভিরুচির লোকদের অর্থাৎ এলজিবিটিদের অধিকার, শারীরিক প্রতিবন্ধী এবং সাধারণভাবে নাগরিক অধিকারের কথা ছিল। সেগুলোও এখন অদৃশ্য হয়ে গেছে।

অন্যদিকে নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কথিত 'পুরুষতান্ত্রিক আচরণের' প্রতিবাদ জানাতে ওয়াশিংটনে আজ একটি বিক্ষোভ হতে যাচ্ছে যাতে হাজার হাজার নারী অংশ নেবেন।

অস্ট্রেলিয়ার সিডনি, নিউজিল্যান্ড এবং জাপানেও এ ধরণের বিক্ষোভ হচ্ছে মার্কিন কনসুলেটের সামনে। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পরও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে, সিয়াটলে একজন গুলিবিদ্ধ হয়েছে।
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে