আন্তর্জাতিক ডেস্ক : ৯ বছরের শিশুকে মেরে ছ’ টুকরো করল। তারপর তার মাংস আর রক্ত খেল প্রতিবেশী কিশোর। ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার ১৬ বছরের ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় খুনের কথা স্বীকার করেছে সে। জানিয়েছে, মাঝে মধ্যেই মুরগির মাংস কাঁচা খেয়ে ফেলত। নিজের আঙুলও খায় সে। তার মানসিক অবস্থার পরীক্ষা করানো হচ্ছে।
দুই কিশোরের পরিবার লুধিয়ানার একই রাস্তায় থাকতো। তাদের মা–বাবারা দিনমজুরের কাজ করে। সোমবার দীপু কুমার নামে শিশুটিকে ঘুড়ির সুতো দেওয়ার নাম করে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। বাথরুমে তাকে গলা টিপে খুন করে। তার পর গাছ কাটার কাস্তে দিয়ে তার দেহ ছ’টুকরো করে। মাংস, রক্ত খাওয়ার পরে তার হৃদপিণ্ড নিজের স্কুলে ছুঁড়ে ফেলে।
পুলিশকে জানায়, স্কুলকে বিপাকে ফেলতেই এই কাণ্ড করেছে। বাকি দেহাংশ ডুগরি এলাকার খালি জায়গায় ফেলে দেয়। পরের দিন শিশুর দেহটি উদ্ধার হয়। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কিশোরকে জেরা শুরু করে পুলিশ। তারপরেই পুরো ঘটনা সামনে আসে।
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস