আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি সন্ত্রাসবাদকে একেবারেই মুছে দেব। ভয় বলতে কোনও জিনিস থাকবে না। ফাঁকা বুলি আউড়ানোর দিন শেষ। এখন থেকে কাজের পালা বলে মন্তব্য করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার প্রথম ভাষণে এসব কথা বলেন।
কড়া নিরাপত্তা ও বিক্ষোভের মধ্যেই বারাক ওবামার কাছ থেকে আমেরিকার নেতৃত্ব চলে গেল ডোনাল্ড ট্রাম্পের হাতে। শুক্রবার ক্যাপিটল হিলে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাক ওবামা, হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন, জর্জ বুশ।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনকে ঘিরে এবারের মতো আর কখনও মার্কিন নাগরিকদের দ্বিধাবিভক্ত হতে দেখা যায়নি। তার মধ্যেই স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াই হাউসের কাছেই একটি গীর্জার প্রার্থনা করেন ট্রাম্প। তারপর যান হোয়াইট হাউসে। সেখানে তাকে স্বাগত জানান বারাক ওবামা ও মিশেল ওবামা।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার প্রথম ভাষণে বলেন, আমেরিকার সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসবে। আজকে এই ক্ষমতার হস্তান্তর শুধু ওবামার কাছ থেকে নয়। আজ দেশের ক্ষমতা চলে যাচ্ছে জনগনের হাতে। আজকের দিন আপনাদের দিন। এই জয় আপনাদের। এতদিন দেশে যেসব মানুষ অবহেলিত ছিল তারা আর অবহেলিত থাকবেন না।
তিনি বলেন, এতদিন আমার পৃথিবীর বহুদেশের সীমান্ত পাহারা দিয়েছি কিন্তু আমাদের দেশের প্রতি উদাসীন থেকেছি। আর সেটা হবে না। দেশে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। লাখ লাখ শ্রমিক বেকার হয়েছেন। এখন থেকে তা অতীত।
বিদেশে নীতি নিয়ে কী বলেন সেটাই ছিল সবার নজরে। ট্রাম্প বলেন, এখন থেকে আমেরিকাই প্রথম কথা। তার পরে অন্যকিছু। আমাদের দেশের বহু চাকরি চুরি হয়ে যাচ্ছে তা বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের দেশ গড়ব আমেরিকানদের নিয়েই। এখানেই থেমে থাকেননি ট্রাম্প। এদেশে কালো, সাদা, বাদামি রঙের মানুষদের সবাই একটাই স্বপ্ন থাকবে আমেরিকাকে সবচেয়ে ওপরে তুলে ধরা। এখন থেকে আমেরিকাকে কেউ অবহেলা করতে পারবে না।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুভাবাপন্ন ও ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করবো। কিন্তু আমাদের এটা করার আগে বুঝতে হবে, প্রতিটি দেশের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সবার অধিকার সমান। আমাদের সিদ্ধান্ত অন্য কারও ওপর চাপাবো না। কিন্তু উদাহারণ হিসেবে আমরা সবাইকে সেটা অনুসরণ করার আহ্বান জানাবো।’
যুক্তরাষ্ট্রের নতুন এ প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, ‘আমরা বিশ্বব্যাপী ইসলামী মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের পুরাতন মিত্র জোটকে আরও শক্তিশালী করবো এবং নতুন করে আরও মিত্র জোট গঠন করবো। আর এভাবেই আমরা পৃথিবী থেকে ইসলামী সন্ত্রাসবাদ মুছে ফেলবো।’
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস