আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধপ্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়েছে ২৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে ভিজিয়ানিগ্রাম জেলার কুনেরু স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি, বিবিসির।
ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চলীয় প্রধান জেপি মিশ্র জানান, জগলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেস ট্রেনটির সাতটি বগি ও ইঞ্জিন লাইন থেকে ছিটকে গেছে। ট্রেনটি জগদলপুর থেকে উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে যাচ্ছিল।
এখনও অনেকে ট্রেনের দুর্ঘটনাকবলিত বগির মধ্যে আটকা আছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
তবে জেপি মিশ্র জানিয়েছেন, আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী দুটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুরনো সব যন্ত্রপাতির কারণে ভারতে ট্রেন দুর্ঘটনা প্রায়ই হয়ে থাকে। গত নভেম্বরে উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হলে ১৪০ জনের মৃত্যু হয়। আর মার্চে একই রাজ্যে ট্রেন দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ১৫০ জন আহত হয়।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম