আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ৭.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনি ও এর আশপাশের এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
আজ স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প অনুভূত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। তবে এ ঘটনায় এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ভূমকিম্পের প্রভাবে আগামী তিন ঘণ্টার মধ্যে দেশটিতে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ইউএসজিএস বলছে, পাপুয়া নিউ গিনির বোগেইনভিল দ্বীপের আরওয়ার ৪৭ কিলোমিটার পশ্চিমে শক্তিশালী ৮ মাত্রার ভূমকম্পন অনুভূত হয়েছে।
পাপুয়া নিউগিনিসহ আরো কয়েকটি দেশে ‘বিপজ্জনক সুনামি’ সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র । এতে বলা হয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্যে পাপুয়া নিউ গিনির উপকূলীয় অঞ্চলসহ, সলোমন দ্বীপ, নাউরু, পনপেই, কোসরা, ভানুয়াতু, চুক ও ইন্দোনেশিয়ায় সুনামি আঘাত হানতে পারে।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম