রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০৫:০৮:০৫

ভারতের সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত ভারতের দুই সেনা

ভারতের সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত ভারতের দুই সেনা

আন্তর্জাতিক ডেস্ক : বারবার ভারতের নিরাপত্তারক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে। পাঠানকোট থেকে উরি, একের পর এক হামলার শিকার ভারতীয় সেনারা। এবার আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তের জয়রামপুরে জঙ্গি হামলায় আসাম রাইফেলসের দুই সেনার মৃত্যু হল।

জানা গেছে, আজ সকালে অরুনাচল প্রদেশের চাংল্যান জেলায় আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালায় ULFA ও NSCN(K) জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় সেনার একটি গাড়ি।

আসাম সীমান্তে ৫৩ নম্বর জাতীয় সড়কের কাছাকাছি হামলার জায়গাটি হওয়ায় নিরাপত্তা বাহিনী আগে থেকেই সতর্ক ছিল। ফলে, হামলার সঙ্গে সঙ্গেই জঙ্গিদের সঙ্গে শুরু হয়ে যায় গুলির লড়াই। সংঘর্ষ এখনও চলছে। গত ১৬ জানুয়ারি আসাম রাইফেলসের সেনাদের ওপর হামলা চালায় জঙ্গিরা। মায়ানমার-ভারত সীমান্তের ওই হামলায় ২ সেনা নিহত হন।

২২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে