আন্তর্জাতিক ডেস্ক : সিন্ধু জল চুক্তি ভাঙলে ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তান। আর এই হুমকিকে মোটেই হালকাভাবে নিতে নারাজ ভারত। এই হুমকির পরেই দেশের তিন সামরিক বাহিনীর তিন প্রধানকে নিয়ে সংযুক্ত কমান্ডার কনফারেন্সে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দফায় দফায় দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে সেনার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন মোদি। সিন্ধু জলচুক্তি ভাঙলে পাকিস্তানের জবাবে যাতে পালটা জবাব দেওয়া যায়, সেজন্যেই রণকৌশল ঠিক করতে এই বৈঠক বলে বলে মনে করা হচ্ছে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সার্জিক্যাল স্ট্রাইকের পর এভাবে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে এসে ভারতের প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করেননি। ফলত এই বৈঠক ঘিরে শুরু হয়েছে নানারকম জল্পনা।
চন্দ্রভাগা এবং ঝিলম নদীর উপর ওই দুই বাঁধ তৈরি করছে ভারত। জম্মু কাশ্মীরের কিষাণগঙ্গা আর রাতলেম বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে। ভারতকে কড়া ভাষায় হুমকি দেয় পাকিস্তান। এমনকি, দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। ইতিমধ্যে বিশ্বব্যাংকের কাছেও আপত্তি জানিয়েছে পাকিস্তান।
সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্মুখ-সমরে ভারত। সেখানে দাঁড়িয়ে এভাবে এই বাঁধ তৈরিতে বাঁধা দিয়ে ভারতকে অন্যভাবে চাপে ফেলার চেষ্টা করছে পাকিস্তান, মত রাজনৈতিকমহলের।
২২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস