আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বজ্রঝড় ও টর্নেডোয় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ রাজ্যে বজ্রঝড়ে ১৪ জন মারা গেছে। এ ছাড়া মিসিসিপি রাজ্যে টর্নেডোয় মারা গেছে আরো চারজন। দেশটির জর্জিয়া রাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলের সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্যের গভর্নর নাথান ডিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ফ্লোরিডার উত্তরাঞ্চল ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আরো ঝড় ও টর্নেডো আঘাত হানতে পারে।
জর্জিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা গণমাধ্যমকে জানিয়েছে, কুক, ব্রুকস, ডহার্টি ও বেরিন কাউন্টিতে ১৪ জন মারা গেছে। তবে বেশির ভাগ লোক মারা গেছে কুক কাউন্টিতে। একটি মোবাইল পার্ক টর্নেডোর মুখে পড়লে তা তছনছ হয়ে যায় এবং সেখানকার অধিকাংশ লোকজন মারা যায়।
২৩ জানুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএস