আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দমদম বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছেই তপন কুণ্ডুর বাড়ি। আচমকাই সকাল সাড়ে ছ’টা নাগাদ বছর ৫০-এর স্ত্রী দুলালি কুণ্ডুকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান তপন। দুলালির সারা শরীরে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। এরইমধ্যে স্ত্রীকে বাঁচাতে দুলালিকে জাপটে ধরেন তপন। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা এবং বাড়ির অন্য সদস্যরা ছুটে আসেন। দমকলবাহিনীকেও খবর দেওয়া হয়।
দমকলের ২টি গাড়ি ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা আগুন নিবিয়ে তপন এবং দুলালি কুণ্ডুকে উদ্ধার করেন। দুলালি ঘটনাস্থলেই মারা যান। শরীরে ৯০ শতাংশ ক্ষত নিয়ে এখন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তপন। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে দুলালির গায়ে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী তপন। কিন্তু, তিনি বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই। এয়ারপোর্টের আড়াই নম্বর গেটের কাছে একটি দোতালা বাড়ির উপরতলায় থাকতেন তপন এবং দুলালি মণ্ডল। এই ঘটনার পিছনে আত্মহত্যার তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
২৩ জানুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএস