আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য চিঠি রেখে গেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার সময় নতুন প্রেসিডেন্টের জন্য চিঠিটি রেখে যান তিনি।
রোববার ট্রাম্প চিঠির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট একটি ‘সুন্দর চিঠি’ রেখে গেছেন।
নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে তিনি বলেন, আমি ওভাল অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাবেক প্রেসিডেন্ট ওবামার এই সুন্দর চিঠি পাই।’
জ্যাকেটের পকেটে ঢোকানোর আগে একটি সাদা খাম তুলে ধরে বলেন, ‘এটা সত্যিই আমার জন্য খুবই আনন্দের এবং আমি এটা সযত্নে রাখবো।’
তিনি বলেন, ‘আমি এটা নিজের কাছে রাখবো এবং এতে কি লেখা আছে তা গণমাধ্যমকে জানাবো না।’ ওভাল অফিসের ডেস্কে পরবর্তী প্রেসিডেন্টের জন্য বিদায়ী প্রেসিডেন্টের চিঠি রেখে যাওয়া আমেরিকার দীর্ঘদিনের ঐতিহ্য।
২৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস