আন্তর্জাতিক ডেস্ক: ভুল বানানে ট্যুইট করে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নজর কেড়েছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পয়লা ট্যুইটেই বানান ভুল! তা নিয়ে নেটিজেনরা কেউ কেউ হাসিঠাট্ট্রায় মেতেছেন, আবার কেউ কেউ সমালোচনায় মুখর হয়েছেন।
ট্রাম্প ট্যুইটার ব্যবহারে দারুন সড়সড়। দায়িত্বভার গ্রহণের পরই তিনি ট্যুইট করেন,’আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেবা করতে পেরে আমি সম্মানিত’। গোল বেঁধেছে এই সম্মানিত শব্দটি নিয়েই।মার্কিন ইংরেজিতে এর বানান HONORED। ব্রিটিশ ইংরেজিতে বানান HONOURED। কিন্তু ট্রাম্পের ট্যুইটে এর বানান ছিল সম্পূর্ণ আলাদা- HONERED। এটি একেবারেই ভুল বানান।
ট্যুইটটি তড়িঘড়ি ডিলিট করে সঠিক বানানে ফের রি-পোস্ট করা হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ শব্দটি বানান নিয়ে প্রশ্ন তোলেন।
এক নেটিজেন লিখেছেন, ‘কী অবস্থা! আরও চার বছর এই সব দেখতে হবে’।
আর একজন তো ৭০ বছরের রিপাবলিকানকে ‘দেশের সবচেয়ে অশিক্ষিত প্রেসিডেন্ট’ বলে তোপ দেগেছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ট্যুইটে ট্রাম্প আরও একটি ভুল করেছিলেন। দক্ষিণ চিন সাগরে মার্কিন নৌসেনার গবেষণাকারী ড্রোন চিন বাজেয়াপ্ত করেছিল। চিনের নিন্দা করে ট্রাম্প ট্যুইট করেছিলেন, আন্তর্জাতিক জলসীমায় এভাবে ড্রোন বাজেয়াপ্ত করা ‘অভূতপূর্ব’ ঘটনা।এক্ষেত্রে প্রথমে ‘অভূতপূর্ব’র ইংরেজি বানান লিখেছিলেন UNPRESIDENTED। পরে সেই ভুল শুধরে UNPRECEDENTED করা হয়।
গত ফেব্রুয়ারিতেও এই HONOR লিখতে গিয়ে একই ধরনের ভুল বানান লিছেছিলেন ট্রাম্প। হাউস্টনে সিএনএন-এর রিপাবলিকান ডিবেটে নিজের পারফরম্যান্স নিয়ে তিনি লিখেছিলেন- ‘ওয়াও, প্রত্যেক ভোটই বলছে, আমি গতরাতের ডিবেটে জিতেছি। সম্মানের ব্যাপার’! এক্ষেত্রেও ট্যুইটে ছিল ভুল বানান- HONER।-এবিপি আনন্দ
২৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস