মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ১২:১৭:১৭

স্কুলে রামায়ণ-মহাভারত পড়ানো হোক : দাবি শশী থারুর

স্কুলে রামায়ণ-মহাভারত পড়ানো হোক : দাবি শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গিয়েছে। তাও প্রায় সত্তর বছর হতে চলল। কিন্তু সেই ঔপনিবেশিক মানসিকতা থেকে কি ভারত মুক্ত হতে পেরেছি? তাহলে ভারতের স্কুলপাঠ্যে জায়গা নেই কেন রামায়ণ ও মহাভারতের? শেক্সপিয়রকে যে গুরুত্ব দিয়ে পড়ানো হয়, তা কালিদাসের ক্ষেত্রে কোথায় যায়! এ প্রশ্নই তুললেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর।

সম্প্রতি ভারতের রাজস্থানের জয়পুর সাহিত্য উৎসবে এই ঔপনিবেশিক মানসিকতার বিষয়েই বক্তব্য রাখছিলেন শশী। স্বাধীনতার পরও যে আমরা পরাধীনতা থেকে মুক্ত হতে পারিনি তারই নমুনা তুলে ধরছিলেন তিনি। শশী থারুর মতে, ব্রিটিশরা চেয়েছিল শুধু আমাদের দেশে নয়, আমাদের মননেও ঔপনিবেশিকতা চারিয়ে দিতে। যে শিক্ষা দেওয়া হয়েছিল, তা ওই প্রভুত্বের ইতিহাসকেই আরও শক্তিশালী করে তুলেছে।

আর তাই সাংসদ শশী এই দুটি নমুনা তুলে আনেন। তার মতে যে গুরুত্ব দিয়ে শেক্সপিয়র পড়ানো হয়, তার ছিটেফোঁটা কালিদাসের ক্ষেত্রে দেখা যায় না। স্কুলে রামায়ণ ও মহাভারত পড়ানোরও পক্ষপাতী তিনি। তার মতে, ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে এর ফলেই সকলে অবহিত হবে। তবে তা করতে গিয়ে কোনও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রভাব যাতে না পড়ে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
২৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে