মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ১২:৫৬:৫১

নাইটক্লাবে মহিলার সঙ্গে ধরা পড়লেন সাবেক পাক প্রেসিডেন্ট!

নাইটক্লাবে মহিলার সঙ্গে ধরা পড়লেন সাবেক পাক প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক : লাগাতার সন্ত্রাসের জেরে ভারত-পাকিস্তান সম্পর্কের কোনও উন্নতি ঘটেনি। এমনকী ভারতীয় ছবিতে পাক শিল্পীদের কাজের উপর নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে প্রতিবেশি রাষ্ট্রেও বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতীয় ছবির প্রদর্শন। কিন্তু বলিউড প্রীতি এত সহজে ঝেড়ে ফেলতে পারেনি পাক নাগরিকরা। আর তাই  এখনও বি-টাউনের ছবির গানেই নাইটক্লাবে কোমর দোলালেন পাকিস্তানে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।

সম্প্রতি এমন একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওয়ে সাবেক পাক প্রেসিডেন্টে গোপন ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে এক অচেনা মহিলার সঙ্গে খোশমেজাজে নাচতে দেখা যাচ্ছে মোশাররফকে। তাও আবার বলি তারকা রণবীর কাপুরের ছবির জনপ্রিয় গান দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড-এর তালে। এক পাক সংবাদমাধ্যমের সাংবাদিক ভিডিওটি টুইটারে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। সাংবাদিকের প্রশ্ন, তার সব ব্যথা এখন কোথায় গেল?

উল্লেখ্য, বিচারপতিকে আটক করার মামলায় পাকিস্তানের আদালতে হাজিরা দিতে হবে মোশাররফকে। কিন্তু একাধিক অভিযোগে অভিযুক্ত মোশাররফের বিরুদ্ধে ফুঁসছে তারই দেশ। তাই পাকিস্তানে পা রাখার আগে ইসলামাবাদের আদালতের কাছে আঁটসাট নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি।

গত ১৩ জানুয়ারি এই মর্মে আদালতকে চিঠিও দেন তিনি। কিন্তু তারপরে নাইটক্লাবে মোশাররফের নাচ নিয়ে উঠেছে প্রশ্ন। গত বছর মার্চে পাকিস্তান ছেড়ে দুবাই চলে যান সাবেক পাক প্রেসিডেন্ট। বেনজির ভুট্টো, নবাব আকবর বুগতি এবং গাজি আবদুল রশিদ হত্যা মামলা ছাড়াও ২০০৭ সালে দেশে জরুরীকালীন পরিস্থিতি তৈরি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে