মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০১:০৭:১৯

‘ইসরায়েলের সত্যিকারের বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

‘ইসরায়েলের সত্যিকারের বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী জিপি হতোভেলি। ট্রাম্পকে ‘হোয়াইট হাউসে সত্যিকারের বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর এমন মন্তব্য করেন তিনি। হতোভেলি আরো বলেন, নতুন মার্কিন প্রশাসন নিয়ে তার দেশ খুবই খুশি। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।

বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে সোমবার হতোভেলি বলেন, ‘ট্রাম্প প্রশাসন যত ঘোষণা দিয়েছে সবগুলোতেই ইসরায়েলের সঙ্গে গভীর বন্ধুত্বের ডাক রয়েছে। মধ্যপ্রাচ্যে জটিল পরিস্থিতি তারা বোঝে।’ এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ‘উষ্ণ’ ফোনালাপে উভয়ে সামরিক বাহিনী, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে কথা বলেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা ‘ইরানের হুমকি’ নিয়েও আলোচনা করেছেন।

ট্রাম্প নিজের নির্বাচনী প্রচারাভিযানকালে ঐতিহাসিক মার্কিন-ইরান পারমাণবিক চুক্তি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনে জয়ের পর এখনো এ নিয়ে কথা বলেননি তিনি। তবে নতুন প্রশাসন মন্তব্য করেছে, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি কেবল দুইপক্ষের মধ্যে সরাসরি সমঝোতার মাধ্যমেই সম্ভব। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকারও একই মনোভাব পোষণ করে। ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদেরকে অবশ্যই ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দিতে হবে।

হোয়াইট হাউস থেকে পৃথক এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, তা নিয়ে আলোচনা করাটাও খুব প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের ওই প্রতিশ্রুতি ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেছে। কারণ, তারাও জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দেখতে চায়। দীর্ঘদিনের মার্কিন নীতি হলো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়া। কিন্তু ট্রাম্প এর ব্যত্যয় ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এমজমিন
২৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে