মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০১:২৪:০৬

ট্রাম্পবিরোধী বিক্ষোভের নেপথ্যে এই নারী

ট্রাম্পবিরোধী বিক্ষোভের নেপথ্যে এই নারী

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে খোলা একটি ইভেন্ট থেকেই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক নারীর বিক্ষোভে উদ্বেলিত গোটা দেশ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন গত শুক্রবার। কিন্তু শপথ নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে লাখ লাখ মানুষ।

তবে আন্দোলনে অংশ নেয় বেশির ভাগই নারী। ওয়াশিংটনের রাস্তাঘাট এখন এই নারীদের স্লোগানে স্লোগানে মুখরিত। অন্য রাজ্য থেকেও অনেক নারী এসেছে ওয়াশিংটনে। এটাও ঠিক আন্দোলন এখন শুধু ওয়াশিংটনেই সীমাবদ্ধ নেই। মার্কিন সব রাজ্যেই এখন ট্রাম্পবিরোধী আন্দোলন বেগবান হচ্ছে। কিন্তু কে এই আন্দোলনের নেপথ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে এই আন্দোলনের পেছনে আছেন মাত্র একজন নারী। তার নাম তেরেসা শুক।

হাওয়াই অঙ্গরাজ্যের অধিবাসী তেরেসা শুকের অনলাইন নাম ‘মায়ুই কুপার স্লিম। ’ মূলত এই অনলাইনেই আন্দোলনকে বেগবান করছে। রোববার ওয়াশিংটনে মঞ্চেও দেখা গেছে তাকে। হাজার হাজার নারীর উদ্দেশে মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার জন্য তিনি সময় নিয়েছেন মাত্র তিন মিনিট। আর এটুকু সময়ে তিনি সত্যিকারের নেত্রী হিসেবেও আবির্ভূত হয়েছেন।

তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আমি অভিভূত। এতগুলো মানুষ একসঙ্গে জড়ো হয়েছে এক পরিবর্তন আনতে। আর আমরা আগামী চার বছর ধরে সেটাই করব। আমি দেখতে পাচ্ছি। এটা সত্যিই ঘটবে। ’

লস অ্যাঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে নারীদের এই পদযাত্রার নেপথ্যে কারিগর হচ্ছেন এই তেরেসা শুক। নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ হয়ে শুক তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘মার্চ অন ওয়াশিংটন’ নামে একটি ইভেন্ট খোলেন। নিজ থেকে ইভেন্টে যোগ দেওয়ার জন্য নিমন্ত্রণ জানান তার ৪০ বন্ধুকে।

পরদিন সকালে উঠে তিনি দেখতে পান, ইভেন্টটিতে যোগ দিয়েছেন আরও ১০ হাজার জন। সঙ্গে আরও ১০ হাজার মানুষ আসার ইচ্ছা প্রকাশ করেন। এরপর থেকে কেবল বাড়ছিল ওই সংখ্যা। আর তা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকলো না, ছড়িয়ে গেল গোটা রাজপথে।
২৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে