মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৫:০৭:৪১

রাতে ট্রাম্পের অপেক্ষায় জেগে থাকবেন মোদি

রাতে ট্রাম্পের অপেক্ষায় জেগে থাকবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদিকে জেগে থাকতে হবে অন্তত রাত সাড়ে এগারোটা পর্যন্ত। কারণ, ঠিক ওই সময়েই ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেও মোদি আর ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

ট্রাম্পের শপথ নেওয়া চারদিন হয়ে গেল। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি কথা বলতে শুরু করে দিয়েছেন। আগে কথা হয়েছে চার জনের সঙ্গে। সেই তালিকায় মোদি পাঁচ নম্বরে। দুই রাষ্ট্রনায়কের মধ্যে কতক্ষণ কথা হবে, কী কী বিষয় নিয়ে কথা হবে, তা অবশ্য জানা যায়নি।

তবে ট্রাম্প যে আজ মোদিকে ফোন করবেন, তা হোয়াইট হাউস থেকে এক বিবৃতি মারফত জানানো হয়েছে। আমেরিকার সময় বেলা একটায় ফোন করার কথা। তখন ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা। অর্থাৎ, মোদিকে জেগে থাকতে হবে। অপেক্ষা করতে হবে, কখন বেজে উঠবে টেলিফোন।  

২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে