মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৬:৩৫:৪৪

গোপনে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে : দিলীপ ঘোষ

গোপনে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে : দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গকে গোপনে বাংলাদেশ বানানোর চক্রান্ত করা হচ্ছে। শিক্ষায় আমদানি করা হচ্ছে ইসলামি শব্দ। এমনটাই অভি‌যোগ করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রোববার মালদায় বিজেপির রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি।  খবর ইন্ডিয়াডটকমের।

রোববার মালদায় বিজেপির রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ অভি‌যোগ করেন, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ইসলামি শব্দ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাবা হয়ে ‌যাচ্ছে আব্বা, রামধনু হয়ে ‌যাচ্ছে রঙধনু, আকাশি হয়ে ‌যাচ্ছে আসমানি। এভাবেই শিক্ষার ইসলামিকরণ করা হচ্ছে। খুব গোপনে এখানে একটা বাংলাদেশ তৈরির চক্রান্ত চলছে। বাংলা ভাষাকে দুষিত করা হচ্ছে। আমরা চাই সাম্প্রদায়িতকা বর্জিত শিক্ষাব্যবস্থা।

পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়েও ক্ষোভ প্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আমরা রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছি। সেখানে আমরা আবেদন করেছি রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রকে একটি রিপোর্ট দিতে। আমরা বিরোধীপক্ষ আমাদের ‌যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে। কিন্তু লক্ষ্য করলে দেখা ‌যাবে রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে।

তিনি বলেন, মানুষ আর আইন মানতে চাইছে না। ‌যে কোনও কারণ নিয়ে মানুষ এত ক্ষুব্ধ ‌যে তারা গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুলিশকে মারছে। এর অর্থ সরকারের ওপর থেকে মানুষের আস্থা চলে গেছে। আমার তো মনে হয় সেদিন আর খুব দূরে নেই ‌যখন এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে।
২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে